• slide news
  • »
  • স্বরূপকাঠী পুলিশের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

স্বরূপকাঠী পুলিশের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ : আগস্ট ৮, ২০১৯, ২:২০ অপরাহ্ণ

স্বরূপকাঠী  প্রতিনিধিঃ
নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ও সচেতনতার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।গত ৪ আগষ্ট (রবিবার) সকাল ৯.৩০ ঘটিকায় নেছারাবাদ পুলিশ প্রশাসন কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। এ উপলক্ষে থানা পুলিশ একটি র‌্যালী বের করেন। র‌্যালীটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়। থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা ও পরিস্কার পরিচ্ছন্নতা মূলক কাজে থানা পুলিশ অংশ গ্রহন করেন। এসময় নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ও সচেতনতা মূলক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এস আই মোঃ মোতাহার হোসেন, এস আই মজিবুর রহমান, এস আই ওয়াহিদুজ্জামান, এ এস আই মোজাম্মেল হকসহ থানার পুলিশ সদস্যবৃন্দ। এসময় মোঃ শহিদুল ইসলাম জন সাধারনের উদ্দেশে ডেঙ্গু প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করেন।

 সর্বশেষ সংবাদ