• slide news
  • »
  • প্রধান শিক্ষক স্কুল সময়ে শিক্ষা অফিসে গেলেই কঠোর ব্যবস্থা- দুদক চেয়ারম্যান

প্রধান শিক্ষক স্কুল সময়ে শিক্ষা অফিসে গেলেই কঠোর ব্যবস্থা- দুদক চেয়ারম্যান

প্রকাশ : জানুয়ারি ২৩, ২০১৯, ১:০৬ অপরাহ্ণ

সংবাদ প্রতিদিন#

কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্কুল সময়ে উপজেলা অফিসে আসলে সংশ্লিষ্ট শিক্ষক ও বিভাগীয় প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

গত বৃহস্পতিবার চাঁদপুরের ফরিদগঞ্জে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা, দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, শ্রেণি কক্ষে পাঠদানের বাইরে কোচিং ও প্রাইভেট পড়ানো, টেস্ট পরীক্ষায় কোনো বিষয়ে ফেল করলে পুনরায় পরীক্ষা নিয়ে পাস দেখানো, পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির থেকে অতিরিক্ত টাকা আদায় এসব কঠোর হাতে দমন করা হবে।

ইকবাল মাহমুদ আরো বলেন, দুর্নীতিবাজরাই সমাজ ও দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা। বিশেষ করে প্রাথমিক শিক্ষায় দুর্নীতি হলে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে। তাই দুর্নীতি প্রতিরোধ করাটাই এখন বড় লক্ষ্য।

 সর্বশেষ সংবাদ