• top news
  • »
  • বরগুনায় নতুন বিদ্যুৎ সংযোগের নামে রমরমা চাঁদাবাজি

বরগুনায় নতুন বিদ্যুৎ সংযোগের নামে রমরমা চাঁদাবাজি

প্রকাশ : মে ১৩, ২০১৯, ৭:০৪ অপরাহ্ণ
মোঃ আসাদুল হক সবুজ, জেলা প্রতিনিধি, বরগুনাঃ

বরগুনায় পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে সদর উপজেলার ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী গ্রামের শত শত পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীসহ এলাকাবাসী জানান গত ১৫/২০ দিন ধরে পল্লী বিদ্যুতের একটি প্রভাবশালী দালাল চক্র ছোট তালতলী গ্রামের বিদ্যুত সংযোগ দেওয়ার নাম করে প্রতিটি পরিবারের কাছ থেকে ২ হাজার থেকে ৩ হাজার টাকা আদায় করছে। দাবীকৃত চাদা না দিলে বিদ্যুত সংযোগ দেওয়া হবে না বলে দালাল চক্র বিভিন্নভাবে গ্রামবাসীকে ভয়ভীতি দেখাচ্ছে। এর আগেও বরগুনা সদর উপজেলার বিভিন্ন গ্রামে নতুন বিদ্যুত সংযোগ দেয়ার কথা বলে টাকা উত্তোলন এর বিষয়টি একাধিকবার গণমাধ্যমে আসলেও সমস্যার সমাধান হয়নি বরং দালালরা আরো সক্রিয় ভাবে চাদা আদায় করছে ছোট তালতলী গ্রামের বাসিন্দাদের কাছ থেকে।
এলাকাবাসীর অভিযোগ মোঃ আলমগীর মুন্সী (আলম মুন্সী), মোঃ সেলিম কাজী, মোঃ রুহুল মুসুল্লী ও স্থানীয় ইউ,পি সদস্য মোহাম্মাদ পাটোয়ারী সহায়তায় একটি চক্র ছোট তালতলী গ্রামের শত শত পরিবারের কাছ থেকে চাদা তুলছেন।

অত্র এলাকার মুরুব্বী ও দালাল চক্রের সক্রিয় সদস্য মোঃ সেলিম কাজী এর আপন মামা জনাব মোঃ আঃ রব মৌলভী চাঁদা আদায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রতিটি পরিবার থেকে মোঃ আলমগীর মুন্সীর নেত্রীত্বে চাদা আদায় করা হচ্ছে।
তবে ভুক্তভোগী এলাকাবাসীর বক্তব্য তিনিই (আলম মুন্সী) বিদ্যুৎ সংযোগ পেতে এই চাদা তোলার মুলহোতা।
চাঁদা তোলার বিষয়টি সম্পর্কে অভিযুক্ত মোঃ সেলিম কাজীর কাছে জানতে চাইলে তিনি চাদা তোলার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন মোঃ আলমগীর মুন্সীকে তিনি চিনেন না। অথচ তারা সম্পর্কে মামা ভাগিনা।
মোঃ আলমগীর মুন্সী জানান তিনি কোন চাঁদা তুলেন নি এবং তিনি চাদা আদায়ে সমপৃক্ত নন। এলাকাবাসী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।

অন্যদিকে চাঁদাবাজ চক্রের চাঁদা আদায়ের গোমর ফাঁস হওয়ায় ষড়যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ লাইনের ম্যাপ বদল করে ভুক্তভোগী অনেক পরিবারকে বিদ্যুৎ না দেওয়ার পায়তারা চালাচ্ছে।

 সর্বশেষ সংবাদ
বরগুনার সংবাদ প্রতিদিন২৪ এর নিজস্ব প্রতিনিধি আল মামুন(রুবেল) সড়ক দূর্ঘটনায় মৃত্যু,সংবাদ প্রতিদিন২৪.কম এর গভীর শোক প্রকাশ স্বরূপকাঠী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা ও পুলিশ প্রশাসনের মত বিনিময় সভা বরগুনা থানার ওসি মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ প্রতিরোধে মতবিনিময় সভা শত্রুতার বিষে মরলো খামারের হাঁস পিরোজপুর-১ আসনে সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন কর্মসূচি নেয়া হয়েছে: শ. ম. রেজাউল করিম ঝালকাঠীর গাবার দশ কাউনিয়ায় জমির বিরোধে জখম -১ বরগুনায় অবিনব কায়দায় বিকাশে টাকা ছিনতাই বরগুনায় ০২কেজি গাঁজাসহ খোকন মোল্লা আটক স্বরূপকাঠী পুলিশের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বরগুনায় ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন