• top news
  • »
  • শেবাচিমের আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের কমিটি গঠন

শেবাচিমের আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের কমিটি গঠন

প্রকাশ : এপ্রিল ২৮, ২০১৯, ৫:৩৩ অপরাহ্ণ

সংবাদ প্রতিদিন২৪.কম ডেক্স

আবুল কালাম (তাজুল): বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেনকে প্রধান উপদেষ্টা করে মোট ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেনারেল সার্জারী বহিঃবিভাগের আর.এস ডাঃ সৌরভ সুতার।

এবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেডিসিন বহিঃবিভাগের মেডিকেল অফিসার ডাঃ নুরুন্নবী তুহিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাক, কান ও গলা বহিঃবিভাগরে আর. এস ডাঃ মেসবাহ্ উদ্দীন আহমেদ ও গাইনী বহিঃবিভাগরে আর এস ডাঃ কানিজ ফাতেমা মিলি।

এছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন মেডিকেল অফিসার ডাঃ রেজাওয়ানুর আলম ও ডাঃ নাফিজ আহসান, সাংগঠনিক সম্পাদক মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মেডিকেল অফিসার ডাঃ সালহ্-আল-দ্বীন বিন নাসির, সাংস্কৃতিক সম্পাদক মেডিকেল অফিসার ডাঃ মানসী বৈদ্য, প্রচার সম্পাদক মেডিকেল অফিসার ডাঃ এস. এম. এন. জাকিয়া ও ওয়ার্কশপ ও সেমিনার বিষয়ক সম্পাদক মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া নাজ।

পাশাপাশি কমিটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন মেডিসিন বহিঃবিভাগের আর.পি ডাঃ শাহ মোঃ ফজলে রহমান খান, শিশু বহিঃ বিভাগের আর.পি ডাঃ ফায়জুল হক পনির ও অর্থ-ট্রমাটোলজী বহিঃবিভাগের আর. এস. ডাঃ মোঃ মনিরুজ্জামান।

 সর্বশেষ সংবাদ
বরগুনার সংবাদ প্রতিদিন২৪ এর নিজস্ব প্রতিনিধি আল মামুন(রুবেল) সড়ক দূর্ঘটনায় মৃত্যু,সংবাদ প্রতিদিন২৪.কম এর গভীর শোক প্রকাশ স্বরূপকাঠী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা ও পুলিশ প্রশাসনের মত বিনিময় সভা বরগুনা থানার ওসি মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ প্রতিরোধে মতবিনিময় সভা শত্রুতার বিষে মরলো খামারের হাঁস পিরোজপুর-১ আসনে সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন কর্মসূচি নেয়া হয়েছে: শ. ম. রেজাউল করিম ঝালকাঠীর গাবার দশ কাউনিয়ায় জমির বিরোধে জখম -১ বরগুনায় অবিনব কায়দায় বিকাশে টাকা ছিনতাই বরগুনায় ০২কেজি গাঁজাসহ খোকন মোল্লা আটক স্বরূপকাঠী পুলিশের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বরগুনায় ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন