• top news
  • »
  • শেবাচিমের আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের কমিটি গঠন

শেবাচিমের আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের কমিটি গঠন

প্রকাশ : এপ্রিল ২৮, ২০১৯, ৫:৩৩ অপরাহ্ণ

সংবাদ প্রতিদিন২৪.কম ডেক্স

আবুল কালাম (তাজুল): বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেনকে প্রধান উপদেষ্টা করে মোট ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেনারেল সার্জারী বহিঃবিভাগের আর.এস ডাঃ সৌরভ সুতার।

এবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেডিসিন বহিঃবিভাগের মেডিকেল অফিসার ডাঃ নুরুন্নবী তুহিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাক, কান ও গলা বহিঃবিভাগরে আর. এস ডাঃ মেসবাহ্ উদ্দীন আহমেদ ও গাইনী বহিঃবিভাগরে আর এস ডাঃ কানিজ ফাতেমা মিলি।

এছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন মেডিকেল অফিসার ডাঃ রেজাওয়ানুর আলম ও ডাঃ নাফিজ আহসান, সাংগঠনিক সম্পাদক মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মেডিকেল অফিসার ডাঃ সালহ্-আল-দ্বীন বিন নাসির, সাংস্কৃতিক সম্পাদক মেডিকেল অফিসার ডাঃ মানসী বৈদ্য, প্রচার সম্পাদক মেডিকেল অফিসার ডাঃ এস. এম. এন. জাকিয়া ও ওয়ার্কশপ ও সেমিনার বিষয়ক সম্পাদক মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া নাজ।

পাশাপাশি কমিটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন মেডিসিন বহিঃবিভাগের আর.পি ডাঃ শাহ মোঃ ফজলে রহমান খান, শিশু বহিঃ বিভাগের আর.পি ডাঃ ফায়জুল হক পনির ও অর্থ-ট্রমাটোলজী বহিঃবিভাগের আর. এস. ডাঃ মোঃ মনিরুজ্জামান।

 সর্বশেষ সংবাদ
স্বরূপকাঠীর বিনায়েকপুর মিলন দাসের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পলাশ দাস, আটক-১ বরগুনায় ডিজিটাল সুরক্ষা আইনের মামলায় দুই সাংবাদিকসহ ৪জন গ্রেফতার অসহায় হতদরিদ্র মাঝে ত্রাণ সহায়তা করেন,স্বরূপকাঠী পৌর যুবলীগ সভাপতি শিশির কর্মকার স্বরূপকাঠীতে পিপলস কেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে লিফলেট ও মাস্ক বিতরণ বিদেশফেরত প্রত্যেক যাত্রীকে পুলিশে হস্তান্তরে নির্দেশ ভরদুপুরে বরিশালের আকাশে অদ্ভুত বলয় ! বেঁচে থাকলে বঙ্গবন্ধুর বয়স হত ১০০ বছর সাংবাদিক নির্যাতনকারী ডিবির সেই এসআইকে বদলী অন্যায়ভাবে সাংবাদিক গ্রেফতার, প্রত্যাহার হতে পারে কুড়িগ্রামের সেই ডিসি বরগুনায় প্রধান শিক্ষকের সহযোগীতায় সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ