• slide news
  • »
  • সন্ধ্যা নদীর ভাঙ্গনে বিলীনের পথে শান্তিহার কুনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

সন্ধ্যা নদীর ভাঙ্গনে বিলীনের পথে শান্তিহার কুনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশ : এপ্রিল ২০, ২০১৯, ১২:১১ অপরাহ্ণ

মাহবুব ভূইয়া, নিজস্ব প্রতিনিধিঃ

  যথাযত কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী ।

খরস্রোতা সন্ধ্যা নদীর ভাঙ্গনে বিলীন হওয়ার পথে শান্তিহার কুনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যথাযত কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেনি এলাকাবাসী । ইতিমধ্যে বিদ্যালয়টির ৬২ শতাংশ জমির মধ্য থেকে ৫৬ শতাংশই বিলীন হয়ে গেছে নদী গর্ভে। বর্তমানে ভাঙ্গন কবলিত নদীর পাড় থেকে এ বিদ্যালয় ভবনের দুরত্ব আছে আর মাত্র ১০ থেকে ১৫ ফুট।

বিদ্যালয়টির একমাত্র পাকা লেট্রিনটিও নদীতে তলিয়ে গেছে প্রায় দু‘বছর আগে। গত কয়েকদিনে নদীর পাড়ে (বিদ্যালয় ভবনের পার্শ্বে) বড় ধরনের ফাটল দেখা দেয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। জীবনের ঝুকি নিয়ে পড়ালেখা করছে শিক্ষার্থীরা। যে কোনো সময় বিদ্যালয়ের একমাত্র ভবনটি নদীতে ভেঙ্গে পড়তে পারে। এলাকার লোকজনের আশংকা করছেন প্রানহানীসহ মারাত্মক দুর্ঘটনা।

গত কয়েক বছরে নদী ভাঙ্গনের তীব্রতা দেখে এ বিদ্যালয় ছেড়ে চলে গেছে অনেক শিক্ষার্থী। বর্তমানে বিদ্যালয়টিতে মাত্র ২৪জন শিক্ষার্থী পড়ালেখা করলে নিয়মিত উপস্থিত হচ্ছে ১৩-১৫ জন শিক্ষার্থী। আর পাঠদানে নিয়োজিত আছেন চার জন শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম জানান, এ বিদ্যালয়টি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৮ সালে সরকার একটি পাকা ভবন নির্মান করা হয়। এক সময় বিদ্যালয়টিতে শতাধিক শিক্ষার্থী লেখা পড়া করলেও নদী ভাঙ্গনের কারনে স্থানীয় বাসিন্দাদের বেশীরভাগ অন্যত্র চলে গেছেন। সে কারনে বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থী আছে মাত্র ২৪ জন। ওই বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার প্রায় ৮২ভাগ নদীগর্ভে বিলীন হওয়ায় শিক্ষার্তীর সংকট দেখা দিয়েছে।

ভাঙ্গন কবলিত বিদ্যালয়টির বিষয় জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলদার নাহার বলেন, নদী ভাঙ্গন এত কাছে এসে গেছে এ সম্পর্কে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষা কর্মকর্তা এখন পর্যন্ত তাকে কিছুই জানাননি। ইউএনও সাহেবের সাথে কথা বলে জরুরী পদক্ষেপ নিবেন বলে জানান ওই শিক্ষা কর্মকর্তা।

বিদ্যালয়টি নদী ভাঙ্গনের মুখোমুখী হওয়ার বিষয় কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু বলেন, বিষয়টি তাকে এখন পর্যন্ত কেউ জানায়নি। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।

 সর্বশেষ সংবাদ
বানারীপাড়া মালিকান্দা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ জটিলতার অবসনের দাবী এলাকাবাসীর নেছারাবাদ(স্বরূপকাঠী)  ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু একজন দক্ষ ও যোগ্য সরকারি কর্মকর্তা বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সরোয়ার বনেকে’র বরিশালের বিভাগীয় কমিটির আংশিক অনুমোদন কবি রওশন কবীর এর একগুচ্ছ কবিতা=“বসন্তে মন ভাল নেই,” “শরতের পরশ,” “খুজে ফিরি সেই হেমন্ত” বরগুনার পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়ি চাপায় এক জনের মৃত্যু বাংলাদেশ দীনিয়া মাদ্রাসা বোর্ডের ২০১৯ইং সনের হাফতম ও দাহম জামাতসমূহের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ- বরগুনায় প্রধান শিক্ষকের ব্যাপক অনিয়ম, এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ স্বরূপকাঠীতে পয়ঁত্রিশজন জুয়াড়ী আটক “শিশির ভেজা রাত” রওশন কবীর