• top news
  • »
  • স্বরূপকাঠীতে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

স্বরূপকাঠীতে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশ : এপ্রিল ২০, ২০১৯, ৬:২৭ অপরাহ্ণ

 

স্বরূপকাঠী প্রতিনিধিঃ

আজ আউশ ধানের ফলন বৃদ্ধির জন্য নেছারাবাদ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। খরিপ-১/২০১৯-২০ মৌসুমে উফলী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়।

মাননীয় মন্ত্রি জনাব শ. ম. রেজাউল করিম মহোদয়ের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় মন্ত্রি মহোদয়, তিনি দাপ্তরিক ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেন নি। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম কবির, সম্মানিত মেয়র, স্বরূপকাঠী পৌরসভা ও জনাব রনি দত্ত জয়, সম্মানিত নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান, নেছারাবাদ(স্বরূপকাঠী) উপজেলা পরিষদ । আরো উপস্থিত ছিলেন  জনাব এসএস সরোয়ার, প্রকাশক ও সম্পাদক সংবাদ প্রতিদিন২৪.কম, সাংবাদিক মাহবুব ভূইয়া (নিজস্ব প্রতিনিধি সংবাদ প্রতিদিন২৪.কম ) ও অন্যান্য মিডিয়া কর্মীরা। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, নেছারাবাদ জনাব রিফাত শিকদার। অনুষ্ঠান শেষে চাষীদের হাতে তুলে দেন বীজ ও সার। অনুষ্ঠানটি আয়োজন করেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর, নেছারাবাদ, পিরোজপুর।

 সর্বশেষ সংবাদ