• slide news
  • »
  • স্বরূপকাঠীর সন্ধ্যা নদী ভাঙ্গন পরিদর্শন করেন দুই মন্ত্রী

স্বরূপকাঠীর সন্ধ্যা নদী ভাঙ্গন পরিদর্শন করেন দুই মন্ত্রী

প্রকাশ : এপ্রিল ২০, ২০১৯, ৫:২৪ অপরাহ্ণ

স্বরূপকাঠী প্রতিনিধিঃ

পিরোজপুরের স্বরূপকাঠীর সন্ধ্যা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন দুই মন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট শ.ম. রেজাউল করিম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

গতকাল শুক্রবার দুপুর দুইটা ত্রিশ মিনিটে সময় নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীদ্বয়ের সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম প্রমুখ।

নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ এলাকার মানুষের দুঃখের কথা শুনেন এবং এসব এলাকায় বাঁধ নির্মানের আশ্বাস দেন। ভয়ালগ্রাসী সন্ধ্যা অনেকের ঘরবাড়ি ফসলি জমি গ্রাস করে নেয়ায় এ নদী ভাঙ্গন পরিদর্শনে আসায় দুই মন্ত্রীকে সর্বস্তরের জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 সর্বশেষ সংবাদ
বরগুনার সংবাদ প্রতিদিন২৪ এর নিজস্ব প্রতিনিধি আল মামুন(রুবেল) সড়ক দূর্ঘটনায় মৃত্যু,সংবাদ প্রতিদিন২৪.কম এর গভীর শোক প্রকাশ স্বরূপকাঠী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা ও পুলিশ প্রশাসনের মত বিনিময় সভা বরগুনা থানার ওসি মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ প্রতিরোধে মতবিনিময় সভা শত্রুতার বিষে মরলো খামারের হাঁস পিরোজপুর-১ আসনে সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন কর্মসূচি নেয়া হয়েছে: শ. ম. রেজাউল করিম ঝালকাঠীর গাবার দশ কাউনিয়ায় জমির বিরোধে জখম -১ বরগুনায় অবিনব কায়দায় বিকাশে টাকা ছিনতাই বরগুনায় ০২কেজি গাঁজাসহ খোকন মোল্লা আটক স্বরূপকাঠী পুলিশের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বরগুনায় ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন